নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত
সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
আগামী নির্বাচনে আ.লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই: আখতার
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত চারজন
নওগাঁয় ৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নওগাঁয় ইলা মিত্রের জন্মশতবার্ষিকীতে কৃষক, আদিবাসী ও নারী সমাবেশ
নওগাঁয় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত
পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ-৫ আসনের জনতার এমপি ধলূ লিফলেট বিতরণ ও গণসংযোগ
প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা জাপার, পুলিশের ভূমিকা প্রশংসনীয়: নুর
- আপডেট সময় ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি (জাপা) পরিকল্পনা করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টার জন্য মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর ওপর হামলার তদন্তকারী কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জাপা আজ পরিকল্পনা করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা রুখতে পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল।
গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, জাপাকে কিছু সেনা সদস্য আশ্রয় দিচ্ছে। তারাই আমার ওপর হামলার সঙ্গে জড়িত। আমার লক্ষ্য করে আঘাত করা হয়েছে। আমার জীবন নাশের জন্যই এই হামলা চালানো হয়েছে। মাথায় আঘাত করা হয়েছে, ব্রেনেও আঘাত হানা হয়েছে। তিনি বলেন, “জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতা-কর্মীর ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও সংঘর্ষের ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর কেউ এই ঘটনায় জড়িত ছিল না। ওই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল।”
তিনি আরও বলেন, “আমাকে হামলা করা হয়েছে একটি বার্তা দেওয়ার জন্য—রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।”
গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি বিশদ ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বাস দিয়েছে।
প্রিন্ট





















