ক্ষমতায় গেলে নারীদের কাজের সময় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। অভিযোগ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হয় যে, ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্ধ করে রাখা হবে। কিন্তু এতো তালা কেনার অর্থ কোথায়? নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান। সেখানে জামায়াতে আমির বলেন, মা-মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন এবং সেই সন্তানকে দুধ দিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন। নারী ও পুরুষের দুই পক্ষের জন্য ৮ ঘণ্টার কর্মঘণ্টা নিয়ে তিনি উল্লেখ করেন, নারীদের জন্য অবিচার। তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। বাংলাদেশের মানুষ বর্তমানে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাইয়ের হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে ক্ষমতায় আসুক, তাদেরকে ওই সব রায় ন্যায্যভাবে সম্পন্ন করতে হবে। পাশাপাশি, ক্ষমতায় গেলে দেশের বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।