দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগপ্রবণ বক্তব্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা কেঁদে ফেলেছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে ঢাকার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক সভায় তিনি যখন নিজের মা, সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ত্যাগের কথা বলেন, তখন উপস্থিত নেতারা চোখের জল ধরে রাখতে পারেননি। সেই সময় তিনি দলের নেতাকর্মীদের একতা ও ত্যাগের আহ্বান জানান। দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের শেষ পর্যায়ে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দলীয় ঐক্য, ত্যাগ ও মূল্যায়নের বিষয়টি হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরেন। তিনি বলেন, আমার মা-ও মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। ইচ্ছা করলে আমি মা’কে নিয়ে আসতে পারতাম। কিন্তু মা কখনোই আপনাদের ছেড়ে যাননি। ছয়বার মৃত্যুর মুখে পড়েও মা আপনাদের ত্যাগ করেননি। যিনি আপনাদের জন্য এত কিছু ত্যাগ স্বীকার করেছেন, সেই মায়ের সম্মুখে আপনারা এক থাকবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা আমার মাকে চল্লিশ বছরের বাসা থেকে বের করে দিয়েছে। মা তার সন্তানকেও হারিয়েছেন। কিন্তু সেই মা কখনো আপোস করেননি। কারণ, তার লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। ইচ্ছা করলে মা বুঝে করতেন না, তবুও করেননি। কারণ, মা জানতেন—এই আপোস জনগণের দূরে সরিয়ে দেবে। এক সময় তারেক রহমান এক আদালতের ঘটনাকে উদাহরণ করে বলেন, দুই মায়ের মধ্যে এক সন্তানের দাবিতে বিচারক বলেছিলেন, সন্তানকে দুই ভাগ করে দেব। তখন আসল মা বলেছিলেন, সন্তানকে ভাগ করবেন না, অন্যজনকে দিন—আমি দূর থেকে দেখব। আসল মা সেই, যিনি সন্তানের ক্ষতি হতে দেননি। আমি চাই, আপনারা সেই আসল মায়ের মতো হোন। ঐক্যের স্বার্থে ত্যাগ শিখুন। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করুন। ঐক্যবদ্ধ থাকুন, তাহলেই বিএনপি এগিয়ে যাবে। বক্তৃতার এক পর্যায়ে তারেক রহমান নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন।