খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডে হতাশ বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্য ও সমঝোতা নিয়ে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি হতাশ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘১৭ অক্টোবর যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কোনও প্রস্তাবনা নেই। বরং বলা হয়েছে, ৪৮ দফা বিষয়ে সাধারণ ভোটাভুটি হবে—কিন্তু এই ব্যাপারে আমাদের সঙ্গে কোন আলোচনা হয়নি।’ তিনি জিজ্ঞেস করেন, ‘যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলো বাদ দিয়ে অন্য প্রস্তাবগুলো কেন অন্তর্ভুক্ত করা হলো? এতদিন এত আলোচনা ও চেষ্টা কেন করা হলো?’ সালাহউদ্দিন আরও বলেন, ‘কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তোলা। কিন্তু তাদের প্রস্তাবগুলো দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। এতে কোনও ঐক্য তৈরি হবে না, বরং বিভাজন বাড়বে। তারা কি আসলে চায়, তা আমরা বুঝতে পারছি না।’ তিনি আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘জোটভুক্ত দলগুলো আগে নিজেদের বা জোটের প্রতীক দিয়ে নির্বাচনে অংশ নিতে পারত। এখন হঠাৎ করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জোট থাকলেও নিজস্ব প্রতীক দিয়ে নির্বাচনে অংশ নিতে হবে—এটা আমরা গণতান্ত্রিক মনে করি না।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।
প্রিন্ট
















