আওয়ামী লীগ দলের প্রাক্তন সদস্য কনিকা বিশ্বাস ডলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতে। বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার (২৯ অক্টোবর) কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, বেশ কিছু বছর ধরে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হূদয়পুরে বসবাস করতেন। বৃহস্পতিবার তার আত্মীয় ও চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানিয়েছেন, ‘গতকাল তিনি কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যু এক যুগের অবসান ঘটালো।’ গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে তার জন্ম। ১৯৭৩ সালে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ভাতিজা হাইকোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস জানান, বঙ্গবন্ধুর মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি দেশত্যাগ করেন। উল্লেখ্য, কনিকা বিশ্বাস ডলি ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন। ১৯৮৫ সালে তার স্বামী বীরেন রাজ বিশ্বাস মারা যান।