জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, বিগত ৫৪ বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করা হয়েছে, তবে ক্ষমতায় গিয়ে কোনো সরকারই তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়নি। শুক্রবার (৩১ অক্টোবরে) খুলনার ডুমুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের ওপর চাঁদাবাজি, দখলদারি, ধর্মীয় কাজে বাধা ও বিভিন্ন বঞ্চনার অবসান ঘটানো হবে। তিনি নভেম্বরে জুলাই সনদ কার্যকর করার জন্য গণভোটের প্রস্তাব দেন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি পুনরায় জানান। জামায়াত নেতা আরও বলেন, এক সময় ইসলাম ধর্ম সম্পর্কে হিন্দুদের ভুল ধারনা তৈরি করা হয়েছিল, তবে এখন তারা সেই বিভ্রান্তি থেকে মুক্তি পাচ্ছেন।