বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের কোন সুযোগ নেই। বর্তমান সংকট সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার দ্বারা। মিথ্যা অপপ্রচার করে জাতির সঙ্গে প্রতারণা না করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একদল কৌশলগতভাবে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা সফল হবে না। কারণ আমাদের জন্ম একাত্তরেই। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলো ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও বলেন, যদি তিন মাসের মধ্যে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেত না। আমাদের ৩১ দফার মধ্যে সব ধরনের সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরাই সংস্কারের পক্ষে। পিআর হবে কি না, তা সিদ্ধান্ত নেবে ভবিষ্যতের সংসদ। পিআর না হলে নির্বাচন হবে না—এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি। কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।