প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রতিনিধিদলের বৈঠক। শনিবার (১ নভেম্বর) রাতে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে উপস্থিত থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।