দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন অপরিহার্য। এই মাসের মধ্যেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এই কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এক দল গণভোটকে কেন্দ্র করে ইস্যু তৈরি করছে, অন্য দল সংস্কার বাতিল করে নির্বাচনকে বিঘ্নিত করছে— এই অভিযোগও তুলেছেন তিনি। রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জামায়াত এখন গণভোটকে মূল ইস্যু হিসেবে দেখাচ্ছে। এই সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। যদি কোনও মতের বিরোধ থাকে, তবে গণভোট বা ঐক্যের কোনো অবকাশ থাকে না। তিনি আরও বলেন, নির্বাচন এবং সংস্কার— এই দুটিকে আলাদা আলাদা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছে এনসিপি। এমনকি, সংস্কারের পক্ষে না থাকলেও তাদের সঙ্গে জোট গড়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। জুলাইয়ের সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাইয়ের সনদে স্বাক্ষর করে দেশের সঙ্গে প্রতারণা করেছে। সংস্কার ও দাবির বিষয়ে কোনও দলের সঙ্গে মিললে কিংবা ঐক্য ও সমঝোতায় গেলে এনসিপি স্বাগত জানাবে বলেও জানান তিনি।