আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের জন্য ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ পরিকল্পনা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে দেশ একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। এরপর, জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জেলা ও উপজেলা স্তরে র্যালি, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, ডকুমেন্টারি, ভিডিওচিত্র, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশের মতো বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।