বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর আচরণে সালামের দুঃখ প্রকাশ
- আপডেট সময় ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের বুকের ওপর কনুই দিয়ে আঘাত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। শনিবার (১ নভেম্বর) দুপুরে ওই ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। ক্যাপশনে তিনি লিখেন, ‘গায়ের শক্তি অনেক বেড়ে গেছে, তাই না! না হলে একজন সিনিয়র সাংবাদিককে এভাবে মারতে পারেন? ধিক্কার জানাই! অন্য ভাষা খুঁজে পাচ্ছি না।’ মাত্র দুই ঘণ্টায় ওই পোস্টে দুই শতাধিক মন্তব্য আসে। বেশিরভাগই সাংবাদিক এবং প্রায় সবাই এ ঘটনাকে নিন্দা জানিয়ে আবদুস সালামের বিরুদ্ধে সাংগঠনিক বা নৈতিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন। জানা যায়, এই ঘটনা ঘটে শনিবার দুপুরে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে গাড়িতে উঠছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আবদুস সালাম। সেই সময় সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনার পর সাংবাদিক বোরহান উদ্দিন নিজের ফেসবুকে লেখেন, ‘সালাম ভাই, এটা আপনার উচিত নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রেস ক্লাবে একজন সিনিয়র সদস্যকে কনুই দিয়ে আঘাত করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তীব্র সমালোচনা হচ্ছে। কেন হবে না? একজন সিনিয়র রাজনীতিবিদ এভাবে আচরণ করতে পারেন না। তার উপর একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে।’ তবে বোরহান উদ্দিন আরও লেখেন, ঘটনার পরে আবদুস সালাম মোদাব্বের হোসেনের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, আমি ঘটনার সময় সেখানে ছিলাম, কিন্তু তখন কিছু বুঝতে পারিনি। পরে ভিডিও দেখেছি। সালাম ভাই পরে দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর আবদুস সালাম ভাই সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের নিউজ এডিটর মোদাব্বের ভাইয়ের সঙ্গে কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজেও কথা বলেছি। মোদাব্বের ভাই বলেছেন, এত মানুষের ভিড়ে এই পরিস্থিতি হয়েছে। সালাম ভাইও বলেছেন, ‘আমি খুব দুঃখিত, দয়া করে ক্ষমা করুন।’
প্রিন্ট






















