ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সমর্থকরা সবাই দেশপ্রেমিক দলের পক্ষে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে চাননি, তারা আবার দেশের শাসন ক্ষমতা চায় কীভাবে? ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা। স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। তারা ভাবছে, আওয়ামী লীগের ভোট তারা পাবেন, কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে।
বিএনপির এই সদস্য বলেন, দেশে এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে কার দেশ কাকে চালায়! মালিক নেই, সবাই শুধু সংস্কার নিয়ে ভাবছে, কিন্তু কতটা সংস্কার হলো বুঝতে পারছি না! বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে, মানুষের চাপ ঢাকায় বৃদ্ধি পেয়েছে, ফুটপাতে দোকান বাড়ছে। সরকারের মনোযোগ সেখানে নেই।
‘ওলটপালট করে দে মা লুটেপুটে খাই, দেশকে ওলটপালট করে দিয়ে একটি শ্রেণি লুটপাট করে খাচ্ছে’, যোগ করেন বিএনপির এ নেতা।
মির্জা আব্বাস দাবি করেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। এক দল নিজের সৃষ্টি, অন্য দলটি পুরনো। তারা যা বলে, তাই করে, জনসমর্থন কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে যা বলেছে, তা-ই বাস্তবায়ন হয়েছে।
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ পদ্ধতি অবলম্বন করতে পারে। আওয়ামী লীগ সরকার রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মনোনয়ন নিয়ে বিএনপির এই নেতা বলেন, সুন্দর মনোনয়ন পেয়েছে, অনেকেই আঘাতপ্রাপ্ত ও কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। বিশাল নির্বাচনী যাত্রায় নেমেছি, সবাই মিলেমিশে কাজ করে দলকে জয়ী করে তুলতে হবে।