জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে কোনও ধরনের ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। যা বিষয়টি নিয়ে সকলের ঐক্যমত হয়েছে, সেটাই থাকবে; বাকি বিষয়গুলো জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই তা কার্যকর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলে দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত সবাইকে সংসদে থাকতে হবে। সেই সংসদে সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধানের কাজ শুরু হবে। সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এনসিপি সেই অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তিনি আরো বলেন, ভবিষ্যতের সংসদ ও সংস্কার পরিষদে তরুণ সমাজ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী সবাই একসঙ্গে জুলাই সনদের বাস্তবায়নে কাজ করবে। তবে এর আগে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে ‘গণভোটের’ জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অর্ডার দিতে হবে। অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী স্বাক্ষরিত ঘোষণা পত্র পাঠ করেন।