জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রাক্তন প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগদান করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই। শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হলো বিএনপি। আমার মনে হয়েছে, এই বৃহৎ দলটির সঙ্গে যুক্ত হয়ে আমি আরও বেশি তরুণদের নিয়ে কাজ করতে পারব। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আমি বিএনপির সুযোগটি কাজে লাগাতে চাই। স্নিগ্ধ বলেন, আপনাদের জানা আছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরা উত্তরায় শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাই আমার সবচেয়ে বেশি আগ্রহ এই উত্তরা কেন্দ্রিক আসনটিতে কাজ করার। তিনি বলেন, যদি কখনো সুযোগ আসে, যদি দল মনে করে যে আমি কাজের জন্য উপযুক্ত, আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই এই আসনটিতে কাজ করতে চাই। দেশের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মীর স্নিগ্ধ বলেন, আমি প্রত্যাশা করি, পরবর্তী নির্বাচন হবে একটি ইতিবাচক ও প্রতিযোগিতামূলক নির্বাচন। যেখানে কোনো হানাহানি বা মারামারি হবে না। শান্তিপূর্ণ পরিবেশে সবাই একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে এই নির্বাচনকে উৎসবমুখর করে তুলবে। নির্বাচনে প্রত্যেকের দলীয় স্বার্থের জন্য কেউ কেউ প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে—এটাই আমি আশা করি। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন স্নিগ্ধ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।