খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে: মীর স্নিগ্ধ
- আপডেট সময় ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
বিএনপিতে যোগদান করেছেন শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চিরতরে নির্মূল করা হবে এবং জুলাই যোদ্ধারা দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। রোববার (৯ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কোয়ারে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপির ছাত্র-জনতা সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশে ব্যাপক সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। স্থানীয়রা জানিয়েছেন, মীর স্নিগ্ধকে স্বাগত জানাতে মহাস্থানগড় থেকে একটি মিছিল ও প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নিয়েছিল। নিজের প্রথম রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, “খুনী হাসিনা আমার ভাইসহ দুই হাজারের বেশি মানুষের হত্যার সঙ্গে জড়িত। আমরা এর বিচার চাই।” তিনি আরও দাবি করেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণ-যুবকদের একত্র করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে ওঠার আগেই তা দমন করা হবে।” এই সমাবেশের সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, “মীর স্নিগ্ধের দলীয় যোগদানে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে এবং এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা। জুলাই আন্দোলনের শক্তি আজও টিকে রয়েছে, এবং আবারও মাঠে দেখা যাচ্ছে।” বক্তৃতায় মীর স্নিগ্ধ উল্লেখ করেন, তিনি ছোটবেল থেকে খালেদা জিয়ার অটুট রাজনীতি দেখে বড় হয়েছেন। সমাবেশে স্থানীয় নেতা-কর্মীরা ও অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে শুভেচ্ছা ও সমর্থনের জানান।
প্রিন্ট
















