ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী থেকে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মীরা কোটচাঁদপুর–মহেশপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত হন। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে মেহেদী হাসান রনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিই একমাত্র বিকল্প। জনসাধারণ এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা রাখে, তাই দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে।” তবে স্থানীয় জামায়াত নেতারা দাবি করেছেন, এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের মতে, যেসব ব্যক্তি যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে কেউ আগেও আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা সবাই জামায়াতের কর্মী নন। অন্যদিকে, একজন সাবেক জামায়াত কর্মী বলেন, “আমরা দীর্ঘ ৪০ বছর জামায়াতের রাজনীতি করেছি, হামলা-মামলার শিকার হয়েছি। এখন আমরা মেহেদী হাসান রনির নেতৃত্বে জীবনের শেষ পর্যন্ত বিএনপির রাজনীতি চালিয়ে যেতে চাই।” অনুষ্ঠানে ঝিনাইদহ–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।