ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির আয়োজনে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে এক গণসংযোগ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৯ নভেম্বর) রোমের সেন্তসেল্লে এলাকার পিয়াচ্ছা গারদেনিয়াতে এই অনুষ্ঠানে কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী, সাবেক এমপি ও মন্ত্রী, ৯০ এর গণআন্দোলনের অন্যতম নেতা এবং সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের প্রতি আমরা সব সময়ই সমর্থন জানিয়েছি, ভবিষ্যতেও থাকব। তারা আরও উল্লেখ করেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অবহেলিত থাকলেও আমান উল্লাহ আমান ক্ষমতায় এলে সেই অবহেলা দূর হবে বলে আমাদের বিশ্বাস। প্রবাসীদের জন্য আলাদা বাজেট ও অধিকার রক্ষায় তিনি ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা জানান, দেশের রাজনীতিতে প্রবাসীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ হলেও প্রায়ই তারা সম্পত্তি দখল, প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হন। তারা প্রত্যাশা করেন, আমান উল্লাহ আমান ক্ষমতায় এলে এসব অন্যায়ের অবসান হবে এবং প্রবাসীদের সম্মান ও অধিকার নিশ্চিত হবে। কেরানীগঞ্জ বিএনপি প্ল্যাটফর্ম ইতালির নেতারা জানান, তারা মাঠে, অনলাইনে ও প্রবাসী সমাজে আমান উল্লাহ আমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং ভবিষ্যতেও এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন। অনেক প্রবাসী ইতোমধ্যে কেরানীগঞ্জে থাকা আত্মীয়-স্বজনদের কাছে আমান উল্লাহ আমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছেন। কেউ কেউ আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে ফিরে গিয়ে তাঁর প্রচারণায় অংশ নেবার ইচ্ছা প্রকাশ করেছেন। বক্তারা একযোগে বলেন, আমাদের বিশ্বাস, আমান ভাই প্রবাসীদের পাশে থাকবেন, আর এই বিশ্বাসই আমাদের শক্তি।