পূর্বনির্ধারিত কর্মসূচির অনুরূপ, ঢাকা মহানগরে পল্টনে সমবেত হবে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী আটটি দল। সাধারণ জনগণের অসুবিধা মনে রেখে তারা পরিকল্পনা করছে, কর্মসূচি ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে শেষ হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ উপস্থিত হবে বলে দলের প্রত্যাশা। এর আগে সোমবার (১০ নভেম্বর) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীনের সহকারী মহাসচিব হামিদুর রহমান আযাদ।
এ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, খিলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, “সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম হবে। সবাই মিলেই জমায়েত হবে, সেটাই আমাদের লক্ষ্য। রাজধানী ও এর আশপাশের মানুষই মূলত এতে অংশ নেবে। আমরা চাইছিলাম দেশব্যাপী সমাবেশের ডাক দিতে। তবে এবার শুধুমাত্র রাজধানী ও এর কাছের এলাকায় জনসমাগম হবে। সরকার যদি বুঝতে পারে, তাহলে আশা করি এই সমাবেশ থেকেই গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “আমরা সব সময় জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা করছি। এটি আমাদের আন্দোলনের চলমান কর্মসূচি। দুর্ভোগের বিষয়টি আমরা বিবেচনা করেছি। আমাদের কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছে ২ থেকে ৪ ঘণ্টা।”