একটি দল ইসলামের অপব্যাখ্যা করে স্বর্গের টিকিট বিক্রির ব্যবসা চালাচ্ছে। যারা এ ধরণের মুনাফেকি কাজ করে তাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ভোট হলে আমাদের অস্তিত্ব থাকবে না, এ কারণেই তারা ভয় পায়। ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচনের সময়সীমা পেছানোর চেষ্টা করছে।’ ফখরুল আরও বলেন, ‘৯ মাসের বেশি সময় ধরে সংস্কারের নামে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চললেও কিছু অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায়ভার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করা হবে।’ এই দেশের মানুষ তাড়া করছে বলেই হাসিনা পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত থেকে এসে দেশের ক্ষতি না করে সাহস থাকলে দেশে ফিরে আন্দোলন চালান, মানুষের সম্পদ নষ্ট করলে কখনও দেশে ফিরে আসা সম্ভব নয়। যারা অন্যায় করছেন তারা পাপের ক্ষতিপূরণ করবেন, জেল খাটবেন। আমাদের নেত্রী খালেদা জিয়াকে অনেক বছর বিনা অপরাধে জেল খাটতে হয়েছে।’ ফখরুল বলেন, ‘শেখ হাসিনা সন্ত্রাসের মাধ্যমে টিকে থাকতে চান, দেশের মানুষ আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবে না।’