ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির আধিপত্য বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা মাঠে থাকবেন। আজ (বুধবার, ১২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, “আজ এবং আগামীকাল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপস্থিত থাকব। রাত ৮টায় ডাকসু ভবনের সামনের জায়গায় বিশাল গণজমায়েত হবে, এবং রাত ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। পাশাপাশি দুই দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দেশের স্বার্থের বিরুদ্ধে থাকা আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।