খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়েছে: রিজভী
- আপডেট সময় ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনতা নিজেই আওয়ামী দোষর ভাইরাসের বিরুদ্ধে লকডাউন কার্যকর করেছে, আর তারা অন্যদিকে অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য জনগণকে লকডাউন করে দিচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে ভিডিও কনটেন্টের উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজভী উল্লেখ করেন, মানুষ যে অর্থ সঞ্চয় করে—পোস্ট অফিসে, ব্যাংকে বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে—সেগুলোর কোষাগার লুট করেছে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রী ও তার সাঙ্গোপাঙ্গরা। এটি একদম সত্য। তারা পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভারের নামে কোটি কোটি টাকা পাচার করেছে। তারা একশ টাকা নেয়, দুই টাকা খরচ করে, আর বাকি নয়াশি টাকা আত্মসাৎ করে। আজ এটি স্পষ্ট। তিনি আরও বলেন, বিচার বাধাগ্রস্ত করতে বেআইনিভাবে দেশের বিভিন্ন স্থানে—প্রায় ২৫ থেকে ৩০টি স্থান—চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে, বোমাবাজি করছে fascist আওয়ামী লীগ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লকডাউন দেয়া হয়, কিন্তু আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, ঠিক যেমন করোনা ভাইরাস মানুষের শ্বাসরুদ্ধ করে। এই বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামে অদ্ভুত এক প্রোপাগান্ডা চালাচ্ছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এর প্রমাণ আমরা গত দুই-তিন দিন ধরে দেখছি।
প্রিন্ট
















