বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, নারীদের জন্য চাকরির নির্ধারিত সময় ৫ ঘণ্টা বললেও তারা নিজেদের প্রতিষ্ঠানে ৫ মিনিটও আগে ছাড়েন না। ভোটের সময় এ সব কথা বলা থেকে বিরত থাকুন। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানী শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। নিলুফার চৌধুরী মনি আরও বলেছেন, নতুন ফ্যাসিস্ট দল সময় ও সুযোগের অপব্যবহার করে নারীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছে, নানা রকম ফতোয়া জারী করছে। তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। শাহবাগের এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান এবং নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।