দেশের রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরীণ উন্নতির জন্য পরিবর্তন জরুরি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিস অডিটোরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই কথাগুলো বলেন।
এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক উল্লেখ করেন, রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কার অপরিহার্য। দলগুলো শুধু নির্বাচনের ব্যাপারে মনোযোগী থাকায় ক্ষুদ্র ছোট সংস্কারগুলো পিছিয়ে পড়েছে।
সামান্তা শারমিন আরো বলেন, রাজনৈতিক সংগঠনের বিশেষ পদে মহিলাদের উপস্থিতি কম। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া মূলত অর্থ, অস্ত্র ও শক্তির ভিত্তিতে চলে। ফলে পুরুষরাই অধিক গুরুত্ব পায়। তিনি বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণে রাজনীতিতে আনতে পারছি না। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ নেই।