বিএনপি কোনও রায় প্রত্যাশা করে না, রায় দেওয়া বা না দেওয়া আদালতের এখতিয়ার। তবে অপরাধী যেই হোক না কেন, তার জন্য ন্যায়সঙ্গত বিচার হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা যে সকল অপরাধ করেছেন, তা ভাষায় প্রকাশের মত নয়। দেশের মানুষ ন্যায়বিচার চায়। আজকের রায় অবশ্যই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ বাংলাদেশ চায়, যেখানে সব মতের মানুষ নিশ্চিন্তে তাদের মত প্রকাশ করতে পারবে। যারা অপরাধ করেছে, তাদের দায়িত্বে আনা এবং শাস্তি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের সকল নাগরিক আশা করছে যে, আইন সবাইকে সমানভাবে প্রয়োগ হবে। জনগণ ন্যায্য বিচারের প্রত্যাশা করছে, যা আদালতের মাধ্যমে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি যেমন কেক কাটা, তেমনি অন্য কোনও অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন বিএনপি। কেউ যদি এমন কোনও আয়োজন করতে চান, তবে সেই অর্থ দান করার জন্য আহ্বান জানিয়েছেন দলটির এই সিনিয়র নেতা।