খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
শেখ হাসিনার ফাঁসির রায়: স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির বার্তা
- আপডেট সময় ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের জন্য অপরাধী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে স্বীকার করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আওয়ামী লীগের অদমনীয় নেত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রায় কার্যকর হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে বিএনপি জানিয়েছে। বৈঠকটি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় নিম্নলিখিত প্রস্তাব গৃহীত হয়— দীর্ঘ ১৬ বছর ধরে চলা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হয়েছে। এই দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য বিরোধীদলীয় নেতা-কর্মীসহ সমাজের সব স্তরের মানুষ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন ও অপমানের শিকার হয়েছে। শেষ পর্যন্ত ছাত্র-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক, নারী-শিশুসহ হাজারো নাগরিকের আত্মদান, অন্ধত্ব ও চিরপঙ্গুত্বের মাধ্যমে জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী বাকশাল শাসনের পতন ঘটেছে। বিশ্বজনমত ও বাংলাদেশের জনগণের দাবি ছিল— যেন স্বৈরাচার ও তার দোসরদের মানবতাবিরোধী ও নৃশংস হত্যা, গণহত্যার জন্য বিচার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আজ রায় ঘোষণা করা হলো— শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের দিক থেকে সর্বোচ্চ শাস্তি হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। পুলিশ থেকে অবসরপ্রাপ্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সহযোগিতার জন্য সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ, এ জন্য তারা জনগণের সচেতনতা ও সতর্কতা কামনা করছে। একই সঙ্গে, বিএনপি অন্যান্য মামলার আসামিদের সুবিচার দাবি করছে। আমরা বিশ্বাস করি, দীর্ঘ ১৬ বছর ধরে চলা গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার শহীদদের আত্মা শান্তি পাবে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার অসংখ্য মানুষের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।
প্রিন্ট
















