দুর্বৃত্তদের গুলিতে নিহত পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার দেহে মোট ১৮টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে এই ময়নাতদন্ত করেন সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবিন। প্রতিবেদনে জানা গেছে, গোলাম কিবরিয়ার দেহে ১৮টি ক্ষতের দাগ রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে গুলির আঘাতে মৃত্যু হয়েছে।
এদিকে, ময়নাতদন্তের সময় সোহরাওয়ার্দী মর্গে স্বজনদের কান্নার শব্দে পরিবেশ ভারী হয়ে উঠে।
স্বজনরা বলছেন, হত্যার পেছনে কারো সন্দেহের বাইরে রাখা সম্ভব নয়। দলের ভিতরে ও বাইরে সবাইকেই তারা সন্দেহ করেন।
গোলাম কিবরিয়া এলাকার মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন, তাই তার মৃত্যু সম্পর্কেও সন্দেহের সৃষ্টি হয়েছে পরিবারের মনে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় তাকে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালককেও গুলি করে।