কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি নিয়ে শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক ব্যাপক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পরে একটি বিশাল র্যালিও বের হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের প্রায় ১৫ হাজার নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দৌলতপুরের কেন্দ্রীয় কার্যালয় ৩ নভেম্বর যারা বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। বক্তারা উল্লেখ করেন, ওই প্রার্থী ২০০১ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে আসছেন। ৫ আগস্টের পর তার সমর্থকরা সরকারি দপ্তর ও অন্যান্য জায়গায় দখলদারিত্বের কাণ্ড ঘটিয়েছে। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষ ও ভোটাররা এই প্রার্থীকে ভয় পাবে, এজন্যই তারা মনোনয়ন বদলের দাবি তুলেছেন। জাফর ইকবালের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দৌলতপুর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আমিনসহ আরও অনেকে নেতা-কর্মী।