আওয়ামী লীগ কখনো শুধুই একটি রাজনৈতিক দল ছিল না, বরং এটি একটি অপরাধমূলক সংগঠন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে উপস্থিত হয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব পালন করেছে। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। সংগঠনের রাজনৈতিক কবরটি অবশ্যই সৎকার করতে হবে।’ গণতন্ত্রের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, ‘গণতন্ত্র ফিরে না এলে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।’ গণতান্ত্রিক চর্চার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতান্ত্রিক কার্যক্রমে অন্য কোনও দলের ওপর বাধা দেওয়া যাবে না। এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণ হয়।’ রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেওয়া হয়েছে। এই রায় অবশ্যই কার্যকর হবে। যারা ফ্যাসিবাদী পথে হাঁটবে, তাদেরই এই অবস্থা ভোগতে হবে।’ ছাত্র আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘ছাত্র গণঅভ্যুত্থান শুধুই ৩৬ দিনে হয়নি। যারা ২৪-এর চেতনাকে এককভাবে রাজনৈতিক ব্যবসায় পরিণত করতে চাইছে, তাদের অবশ্যই আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত।’ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘৮ দলের একটি দল—ডামি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল। তাদের সঙ্গে অন্য দলের ঐক্য কেমন হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যারা ৪৭ ও ৭১-এর স্বপ্নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষা কীভাবে পূরণ করবে, সেটাও একটা প্রশ্ন।’ জামায়াতের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানাই। জনদাবির সঙ্গে একাত্মতা প্রকাশে জামায়াতকে এগিয়ে আসার আহ্বান।’ সমালোচনামূলক বক্তব্যে তিনি বলেন, ‘যারা যমুনা থেকে সরে এসে গঙ্গার পক্ষে দাঁড়িয়েছে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।’ সবশেষে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি মানে গণতন্ত্র।’