ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন হলে ক্ষমতায় গেলে বিএনপি নতুন টেলিকম নীতির পর্যালোচনা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত টেলিকম নীতির উপর সেমিনারে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন শেষে যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে তারা নতুন টেলিকম নীতির মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এমন নীতি গঠন করা হবে, যেখানে দেশের স্বার্থের পাশাপাশি বিদেশি ও দেশীয় সব বিনিয়োগের সুরক্ষা দেওয়া হবে।
বিএনপির এই সদস্য উল্লেখ করেন, টেলিকম খাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তবে এর মানে এই নয় যে, দেশীয় বিনিয়োগকারীদের ক্ষতি করে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে হবে।