খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
- আপডেট সময় ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি (জাপা) এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপপ্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের দল মাঠে থাকবে। শনিবার (২২ নভেম্বর) বিকেল সময় প্রেস ক্লাবে এনসিপির গণমিছিলের পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল। তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলোকে বিচারের আওতায় আনতে হবে।
এছাড়াও তিনি বলেন, গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে। নির্বাচনের আগেই এ ধরনের প্রতিশ্রুতি দিতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যতদিন এনসিপি থাকবে, ততদিন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের নৈতিক ভিত্তি নেই বলে মন্তব্য করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, সাহস থাকলে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করে নিজেকে রক্ষা করতেন।
সেদিন বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যকরের রায় বাস্তবায়ন এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।
প্রিন্ট
















