খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নাহিদ ইসলামের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার (২৩ নভেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা ও আলোচনা বিনিময় করেন। এনসিপির নেতারা নিজেদের স্বার্থ রক্ষা করে দুদেশের সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।
গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে ভবিষ্যত বাংলাদেশ গঠনে দুদেশের বাণিজ্য ও ব্যবসা উন্নয়নের ওপর গুরুত্ব দেন তারা।
এদিকে, আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তোবগের। বিকেলেই দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এর আগে, শনিবার সকাল সোয়া ৮টায় ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছানোর পর লাল গালিচায় স্বাগত জানানো হয় তাকে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এরপর তিনি সংক্ষিপ্ত এক বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে।
তারপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একই দিনে বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যায় সরকারি নৈশভোজে অংশ নেন।
প্রিন্ট
















