, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ছাত্রদলে যোগদান করলেন ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী ছাত্রদলে যোগদান করেছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ উপস্থিত ছিলেন। ছাত্রদলে যোগদানকারী মো. রুবেল বলেন, কিছু বিষয় নিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে সংশয় তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, ‘জীবনের অনেক সময় ভুল পথে কাটিয়েছি। এখন আমি ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই এবং সকলকে বিএনপির আদর্শে কাজ করার আহ্বান জানাই।’ খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সাত্তার জানান, মো. রুবেলের ছাত্রদলে যোগদান নিয়ে ছাত্রশিবিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছরের নভেম্বরে মো. রুবেলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি কোথায় যাবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়।’ ওয়াদুদ ভূঁইয়া নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, ‘এটি ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শুভ বুদ্ধির উদয় ঘটিয়েছে। ছাত্রদল দেশের অন্যতম সংগঠিত, নীতি-আদর্শে দৃঢ় এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। যারা সত্য ও গণতন্ত্রের প্রতি বিশ্বাসী, তারা আজ ছাত্রদলের পতাকাতলে জড়ো হচ্ছেন।’ তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান নতুন দিক নির্দেশ করবে। দেরিতে হলেও তারা সঠিক স্থানে এসেছে এবং নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। উল্লেখ্য, মো. রুবেল ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২২ নভেম্বর রাতে জেলার গুইমারা উপজেলায় জামায়াত ও ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ছাত্রদলে যোগদান করলেন ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী ছাত্রদলে যোগদান করেছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ উপস্থিত ছিলেন। ছাত্রদলে যোগদানকারী মো. রুবেল বলেন, কিছু বিষয় নিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে সংশয় তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, ‘জীবনের অনেক সময় ভুল পথে কাটিয়েছি। এখন আমি ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই এবং সকলকে বিএনপির আদর্শে কাজ করার আহ্বান জানাই।’ খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সাত্তার জানান, মো. রুবেলের ছাত্রদলে যোগদান নিয়ে ছাত্রশিবিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছরের নভেম্বরে মো. রুবেলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি কোথায় যাবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়।’ ওয়াদুদ ভূঁইয়া নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, ‘এটি ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শুভ বুদ্ধির উদয় ঘটিয়েছে। ছাত্রদল দেশের অন্যতম সংগঠিত, নীতি-আদর্শে দৃঢ় এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। যারা সত্য ও গণতন্ত্রের প্রতি বিশ্বাসী, তারা আজ ছাত্রদলের পতাকাতলে জড়ো হচ্ছেন।’ তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান নতুন দিক নির্দেশ করবে। দেরিতে হলেও তারা সঠিক স্থানে এসেছে এবং নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। উল্লেখ্য, মো. রুবেল ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২২ নভেম্বর রাতে জেলার গুইমারা উপজেলায় জামায়াত ও ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।


প্রিন্ট