বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার ভর্তি করা হয়। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমি আজ দুপুর ১টায় এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়েছিলাম। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারের মনিটরিংয়ে সিসিইউতে তার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশের মানুষকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।