রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় তাহেরের খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন তিনি। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় ডা. তাহেরের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ নেন মির্জা ফখরুল। তিনি দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।