বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি একটি ফুলের তোড়া পৌঁছে দেন। আনুষ্ঠানিকভাবে এই উপহার গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তার। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ২৩ নভেম্বর রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। তার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি।