বিএনপির সভাপতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ব্যক্ত করেন, খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবা করতে পারেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মোনাজাতের পর এ সব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, গত দুই দিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক পরিস্থিতি সংকটজনক। তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অস্বীকার করা যায় না। দেশের জন্য নির্যাতন, নিপীড়ন ও কারাভোগের মধ্যেও তিনি জনগণের অধিকার রক্ষায় অটুট ছিলেন। এ কারণেই দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে। আজ জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। গত রোববার রাতে গুলশানের বাড়ি থেকে তাকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে আনা হয়। এর আগে ১৫ অক্টোবর এক দিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন।