বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালে ভিড় না করে উনার জন্য দোয়ার অনুরোধ জানালেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। রিজভী উল্লেখ করেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়ে আপনারা আবেগ ও শ্রদ্ধা প্রকাশ করছেন—এটা আমরা বুঝতে পারছি। তবে, যাতে অন্য রোগীদের অসুবিধা না হয়, সেজন্য ভিড় এড়ানোর জন্য অনুরোধ করছি। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এর আগে বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার চিকিৎসা চলাকালীন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে ভিড় না করার জন্য নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এই হাসপাতালেই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলমান। বয়স ৮০ বছর ছাড়ানো এই নেত্রীর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।