বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক পরিস্থিতি এখনও সংকটজনক এবং বিদেশে স্থানান্তর করার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডটি বৃহস্পতিবার রাত দুই থেকে আড়াই ঘণ্টা সভা করেছে। সেখানে সকল চিকিৎসক বর্তমান অবস্থা, ঝুঁকি ও সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে মতামত ব্যক্ত করেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে পাঠানোর জন্য উপযুক্ত নয়। তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব প্রকার যোগাযোগ চালু রয়েছে। তিনি বলেন, যদি অবস্থার উন্নতি হয় এবং উড়ে যাওয়ার উপযুক্ত হন, তখনই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হাসপাতালে নেতাকর্মীসহ অনেক মানুষের ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে এবং এর ফলে ম্যাডামসহ অন্যান্য রোগীদের চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মহাসচিব অনুরোধ করে বলেন, অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। সময়মতো আমরা ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাবো।