বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত সেখানে এটাই চলবে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতালের প্রবেশদ্বারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী তার চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলোচনা ও মতামতের ভিত্তিতে এখানেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া হবে এবং চলবে। জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন। সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ অন্যান্য স্বজন ও দলের নেতারা সহযোগিতা করছেন। বিএনপি নেত্রীকে দেখতে হাসপাতালে ভিড় না করে স্বাস্থ্যসেবা নিতে অনুরোধ জানান তিনি। তিনি বলেন, নেত্রীর জন্য বিশ্বের অন্যতম সেরা চিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে। খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড যখন এ বিষয়ে কোনো পরামর্শ দেবে, তখন তা সংবাদমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।