নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে আবেদন করলে এবং কমিশন যদি অনুমোদন দেয়, তবে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং প্রার্থী হিসেবেও অংশ নিতে পারবেন। সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, এমন প্রশ্নে সচিব বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। এরপর জিজ্ঞেস করা হয়, তিনি কি নির্বাচন করতে পারবেন? উত্তরে তিনি বলেন, পারলেও পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কমিশন কী ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনের ভিত্তিতেই। বিস্তারিত আইন জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখুন, আমার মুখস্থ নেই।”