বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এ সংবাদ সম্মেলন বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের প্রবেশপথের সামনে অনুষ্ঠিত হবে, বিকেল ১২টায়। শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চলমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতেই এই আয়োজন। এর আগে, সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেছেন। তার সঙ্গে ছিলেন ডা. জাহিদ হোসেন। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে তার শরীরের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। উল্লেখ্য, ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের অসুস্থতার কারণে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।