









‘গণহত্যার বিচার আগে, তারপরই নির্বাচনে অংশগ্রহণের প্রশ্ন’ : ডা. শফিকুর রহমান

- আপডেট সময় ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগে গণহত্যার বিচার হোক, তারপরই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন উঠবে।’ তিনি মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং একটি খুনের সিন্ডিকেট চক্র। তিনি বলেন, “আমরা চাই, গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হোক। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন; তাহলে আসুন, বিচার মোকাবিলা করুন। আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতকে নিষিদ্ধ করার চারদিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। স্বাধীনতার পর দেশটাকে বিভক্ত করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু আবু সাঈদের মতো বুক পেতে জীবন দেওয়া বিরল।”
এছাড়া, তিনি বরিশাল বিভাগসহ দেশের উন্নয়ন প্রসঙ্গে বলেন, “ভোলার গ্যাস সারা দেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। বরিশাল থেকে ভোলায় একটি সেতু নির্মাণ করা হোক।” প্রধান বক্তা হিসেবে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “ঈদগাহ মাঠে সম্মেলন আয়োজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সকল বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই।”
বিভিন্ন বক্তা আরো বলেন, জামায়াত নেতাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে, এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রেক্ষাপটে আগামী নির্বাচন ফেয়ারভাবে অনুষ্ঠিত হোক। এই কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং দলের আদর্শ ও সংগঠন বৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রিন্ট