আজকের তারিখ : মার্চ ১৪, ২০২৫, ১০:৩৯ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২২, ২০২৫, ১:৪৫ এ.এম
আ.লীগের দুঃশাসনের দাগ এখনো স্মরণীয়: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন এখনো মানুষের মনে গভীর দাগ কেটে রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্র টিকবে না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। এতে সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্স আপ হয়েছে।
এ্যানি বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সময় ছাত্রদলসহ বিরোধী দলের ছাত্রদের ক্যাম্পাসে আসতে দেওয়া হয়নি, খেলাধুলা এবং পরীক্ষায় অংশগ্রহণেও বাধা দেওয়া হয়েছিল। আমরা এখন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই শাসনের প্রতিকূলতা জয় করেছি এবং তরুণ প্রজন্মের হাইভোল্টেজ শক্তি ভবিষ্যতেও ষড়যন্ত্র রুখবে।”
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রমুখ।
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।