









জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছাড় দেবে না: জুয়েল

- আপডেট সময় ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, জুলাই বিপ্লবের কৃতিত্ব জনগণের, এটি কোনো ব্যক্তির একক অর্জন নয়। যদি কেউ এটি নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করে, তবে জনগণ তাদের ক্ষমা করবে না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। জুয়েল বলেন, “জুলাই বিপ্লব কেবল ছাত্রদের আন্দোলন ছিল না; এতে দেশের সাধারণ জনগণও অংশ নিয়েছিল এবং প্রাণ দিয়েছে। বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে লাখ লাখ নেতাকর্মী নিপীড়িত হয়েছে, অনেকেই গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছে।”
প্রধান বক্তা সাজ্জাদুল মিরাজ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেনি। জুলাই বিপ্লবে বিএনপির কর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে ভূমিকা রেখেছে, এবং আগামীতেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোস করবে না।”
সভায় মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুর রহমান শান্তর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
প্রিন্ট