, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

খাইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, শেষ কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছু জটিলতা ধরা পড়ে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্টের বৃদ্ধি, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। এর ফলে প্রথমে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ সাপোর্ট প্রদান করা হয়। অবস্থা উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। এছাড়া তিনি একিউট প্যানক্রিয়েটাইটিসে আক্রান্ত এবং উন্নত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা, নিয়মিত ডায়ালাইসিস, রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। সব চিকিৎসা চলাকালীনও জ্বর না কমায় এবং ইকোকার্ডিওগ্রাফিতে ধমনীর ভেতরে ভালভের সমস্যার কারণে চিকিৎসকরা ‘ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস’ নিশ্চিত করেছেন। এরপর দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালু রাখা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, খালেদা জিয়ার দৈনিক শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার চিকিৎসা সংক্রান্ত কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। জে আই/


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

খাইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া

আপডেট সময় ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, শেষ কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছু জটিলতা ধরা পড়ে। এর মধ্যে রয়েছে শ্বাসকষ্টের বৃদ্ধি, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। এর ফলে প্রথমে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ সাপোর্ট প্রদান করা হয়। অবস্থা উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। এছাড়া তিনি একিউট প্যানক্রিয়েটাইটিসে আক্রান্ত এবং উন্নত অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা, নিয়মিত ডায়ালাইসিস, রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। সব চিকিৎসা চলাকালীনও জ্বর না কমায় এবং ইকোকার্ডিওগ্রাফিতে ধমনীর ভেতরে ভালভের সমস্যার কারণে চিকিৎসকরা ‘ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস’ নিশ্চিত করেছেন। এরপর দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালু রাখা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, খালেদা জিয়ার দৈনিক শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার চিকিৎসা সংক্রান্ত কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। জে আই/


প্রিন্ট