ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
‘হাদির ওপর হামলা নির্বাচনকালীন নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে’
- আপডেট সময় ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি মনে করেন, এই হামলার ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে গুরুতরভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। এর আগে দুপুর দুইটার দিকে রাজধানীর বিজয়নগর এলাকার একটি স্থানে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার একদিন পরই একজন অন্যতম মুক্তিযোদ্ধা ও সংসদপ্রার্থীকে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। এটি ভীতি সৃষ্টির জন্য স্পষ্ট এক চক্রান্ত বলে মনে হয়।’ তিনি আরও বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি— হামলাকারীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দ্রুত পর্যালোচনা করতে হবে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হামলা কি কোনও সুপরিকল্পিত চক্রান্ত যা পতিত ফ্যাসিস্ট শক্তির নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার জন্য? সরকারকে এ বিষয়টি গভীরভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ওসমান হাদির অভিযোগ, ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি জানান— তাকে ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এটি স্পষ্ট, প্রশাসন তাঁর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যা নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় বড় ধরনের অবহেলা। আমরা এই প্রশাসনের দায় এড়ানোর নিন্দা জানাই।’ জামায়াতের এই নেতা বলেন, ‘এ ধরনের বর্বর হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে। আমরা আশা করি, সরকার ও প্রশাসন এই ঘটনার গুরুত্ব দিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। পাশাপাশি, আমি শরিফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের ও সহকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।’
প্রিন্ট


























