ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
‘বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে—গ্লোরির মৃত্যু’
- আপডেট সময় ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। এই ঘটনাটির মাত্র তিন দিন আগে শরিফ ওসমান হাদি জীবন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেছিলেন। গত সোমবার (৮ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কোনো রাজনীতিবিদের মৃত্যু তার নিজস্ব ঘরে হতে পারে না। যিনি বিপ্লবী ও সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্যে—রাজপথে—একটি গ্লোরির জন্য নয়।”
সাক্ষাৎকারে হাদি আরও বলেছিলেন, “জীবন নিয়ে তো শঙ্কা রয়েছে। তবে আমার কাজের জন্য আমাকে সারাদিন একা ঘুরতে হয়। কখনো কখনো ছোট ভাই থাকে, আবার কখনো কখনো আমি একাই থাকি। হায়াত-মউতের মালিক আল্লাহ। ন্যূনতম সুরক্ষা নিয়েই চলা সুন্নাহ। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করে, আমার পরিবার উদ্বিগ্ন থাকে। কিন্তু আমি বলেছি, দেখ—আমরা একটা লড়াইয়ে নেমেছি। কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না। এটা কোনো ভালো মৃত্যু নয়। যিনি রাজনীতি করেন, লড়াই করেন, তিনি বিপ্লবী ও সংগ্রামী—তার মৃত্যু হবে সংগ্রামের মাঝেই, রাজপথে—একটি গ্লোরির জন্য নয়।”
হাদি আরও বলেছিলেন, “আমি ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখেছি যে, একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলে আমি আছি। যদি কোনো বুলেট এসে আমার বুক বিদ্ধ করে দেয় এবং আমি হাসতে হাসতে শহীদ হয়ে যাই। সবাই যখন মৃত্যুভয় অনুভব করে, আমি তখন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। ইনসাফের হাসি নিয়ে আমি আমার প্রভুর কাছে পৌঁছাতে চাই।”
হাদির মতে, পঞ্চাশ বছর বেঁচে থাকায় দেশের, রাষ্ট্রের, জাতির ও উম্মাহর জন্য কোনো প্রভাব ফেলতে না পারার চেয়ে পাঁচ বছর বেঁচে ভবিষ্যতের ৫০ বছরের জন্য প্রভাব সৃষ্টি করাই সাফল্য। তিনি বলেন, “আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই। একটি স্বাধীন, সার্বভৌম ও সততার বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ যত দিন রাখবেন, এই লড়াই চালিয়ে যাবো। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখি এমন একটি দল, এমন সন্তান রেখে যেতে চাই যাতে এই সংগ্রাম বন্ধ না হয়ে যায়।”
প্রিন্ট


























