কোরিয়া থেকে ৪২০ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
নেপালকে উড়িয়ে সেমির পথে টাইগার যুবারা
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে দেড় কোটি ঘনফুট গ্যাস
তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ
দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
‘খালেদা জিয়া সবসময় আলেম-ওলামা ও ইসলামের পক্ষে ছিলেন’
- আপডেট সময় ২১ ঘন্টা আগে
- / ৮ বার পড়া হয়েছে
বরিশাল নগরীর মাহমুদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে উপস্থিত হাজার হাজার মুসল্লির মাঝে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া তার সমগ্র রাজনৈতিক জীবনে আলেম-ওলামা, ইসলাম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেন। তিনি উল্লেখ করেন, দেশের মসজিদ, মাদরাসা, আলেম-ওলামা, ইসলামি আদর্শ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যখনই আঘাত এসেছে, তখনই বেগম খালেদা জিয়া উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামাদের উপর হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে। এমনকি হেফাজতে ইসলামের নির্মম হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। তদ্ব্যতীত, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর সারাদেশে ধর্মপ্রাণ মানুষের হত্যার প্রতিবাদেও তিনি স্পষ্ট ভাষায় কথা বলেছেন। রহমাতুল্লাহ আরো বলেন, আলেম-ওলামা, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি কখনোই ইসলামবিদ্বেষীদের সঙ্গে আপোস করেননি। তার প্রতিটি বক্তব্য তিনি ‘বিসমিল্লাহ’ বলে শুরু করতেন এবং ইসলাম ও মুসলমানদের অবমাননাকারীদের তিনি কখনো ছাড় দেননি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তিনি উপস্থিত হাজার হাজার মুসল্লি ও আলেম-ওলামাদের কাছে দোয়া কামনা করে বলেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশ, জাতি ও ইসলামসেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। মাহফিলে বক্তৃতাকালে তিনি ভবিষ্যতে কোনো ইসলামবিদ্বেষী শক্তি যেন রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে, সে জন্য আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- মাহমুদিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ঢালকানগরের পীর সাহেব হযরত মাওলানা শাহ আলম মতিন বিন হোসাইন, ঢাকার সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাসান জামিল, ঢাকার জামিয়া তালীমিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকসহ অন্যান্য আলেম-ওলামা ও হাজার হাজার মুসল্লি।
প্রিন্ট


























