দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
পাবনা-৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত প্রার্থী ইকবাল
হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না নিশ্চিত নয়: বিজিবি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
বিদেশে হাদির সম্পূর্ণ চিকিৎসা ব্যয় সরকার দেবে: অর্থ উপদেষ্টা
৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত
সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল
রাজধানীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় ২০ ঘন্টা আগে
- / ৯ বার পড়া হয়েছে
ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি একজন এলাকার সন্তান হিসেবে চিরদিন জনগণের ভালোবাসা ও আশীর্বাদে থাকব। এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একত্রিত হতে আহ্বান জানাচ্ছি। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পূর্ব বাসাবো আল নূর জামে মসজিদে যোহরের নামাজের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজন করা দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। হাবিবুর রশিদ হাবিব বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আজ আমি এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি—অলহামদুলিল্লাহ। আমি এই এলাকারই সন্তান, এখানেই আমার জন্ম, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার রাজনৈতিক জীবনও এই এলাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাই দোয়া করবেন। পাশাপাশি আমাদের নেতা মির্জা আব্বাস ও তাঁর সহধর্মিণী মিসেস আফরোজা আব্বাসের জন্যও দোয়া প্রার্থনা করছি। হাবিব আরও বলেন, আমি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে দায়বদ্ধ থাকব। যা কিছু ভালো, তার সঙ্গে থাকতে চাই এবং খারাপ বিষয় থেকে দূরে থাকতে চাই। অতীতে যেমন চলেছি, ভবিষ্যতেও তেমনই থাকব। হাবিবুর রশিদ হাবিব বলেন, “এলাকায় যারা খারাপ কাজ করছে, সেগুলো সবাই মিলে প্রতিহত করে ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই—এইটাই আমার প্রত্যাশা। একজন এলাকার সন্তান হিসেবে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি এবং আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে পারি। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রিন্ট



























