, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পৃথক দুই মামলার রায় নওগাঁয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo আলুর ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন Logo জুলাই পুনর্জাগরণ নওগাঁয় বিনা মূল্যে চিকিৎসাসেবা Logo নওগাঁর মান্দায় বস্তাবন্দি ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ;তদন্ত শেষ হয়নি এখনও Logo নওগাঁ সাবেক এমপি ওয়হদুর রহমান ইন্তেকাল করেছেন Logo নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা”র উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ৯ জন শহীদের স্মরণে বৃক্ষ রোপণ Logo নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার Logo নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo নওগাঁয় ওএমএসের চাল ও আটা বিক্রি Logo নওগাঁ সদর উপজেলা বিএনপি সভাপতির গণসংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে কে, জানালেন হাসনাত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ১২২ বার পড়া হয়েছে

‘যারা আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আঁতাতের রাজনীতি ও ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে,’ এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত তার প্রথম পোস্টে লেখেন, ‘দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে এবং গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে, তার সব খবর আমাদের কাছে আছে।’ এর কিছুক্ষণ পর আরও একটি পোস্টে বিএনপির সমালোচনা করে তিনি লেখেন, ‘বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটে বলেছেন। অথচ তিনি ভুলে গেলেন যে, আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে। গুম, খুন ও গণহত্যার মধ্য দিয়ে দেশকে অরাজকতার শীর্ষে নিয়ে গেছে।’

হাসনাত আরও লেখেন, ‘বিএনপির একজন নেতা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের কিছু যায় আসে না। অথচ তিনি ভুলে গেলেন, বিগত তিনবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি বিগত নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগের এসব কার্যকলাপের কারণে।’

হাসনাত তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার সম্মিলনে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান যখন প্রয়োজন হয়ে পড়েছে, তখন বিএনপি সেটিকে তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে চিহ্নিত করছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনাকে শঙ্কার চোখে দেখছে।’

তিনি বলেন, ‘বিএনপি রাজনীতিতে সংস্কারের সুযোগ অবমূল্যায়ন করছে। গণ-অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা।’ হাসনাতের এ মন্তব্য বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন গোপন তৎপরতা এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে কে, জানালেন হাসনাত

আপডেট সময় ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

‘যারা আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আঁতাতের রাজনীতি ও ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে,’ এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত তার প্রথম পোস্টে লেখেন, ‘দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে এবং গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে, তার সব খবর আমাদের কাছে আছে।’ এর কিছুক্ষণ পর আরও একটি পোস্টে বিএনপির সমালোচনা করে তিনি লেখেন, ‘বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটে বলেছেন। অথচ তিনি ভুলে গেলেন যে, আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে। গুম, খুন ও গণহত্যার মধ্য দিয়ে দেশকে অরাজকতার শীর্ষে নিয়ে গেছে।’

হাসনাত আরও লেখেন, ‘বিএনপির একজন নেতা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের কিছু যায় আসে না। অথচ তিনি ভুলে গেলেন, বিগত তিনবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি বিগত নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগের এসব কার্যকলাপের কারণে।’

হাসনাত তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার সম্মিলনে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান যখন প্রয়োজন হয়ে পড়েছে, তখন বিএনপি সেটিকে তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে চিহ্নিত করছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনাকে শঙ্কার চোখে দেখছে।’

তিনি বলেন, ‘বিএনপি রাজনীতিতে সংস্কারের সুযোগ অবমূল্যায়ন করছে। গণ-অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা।’ হাসনাতের এ মন্তব্য বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন গোপন তৎপরতা এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


প্রিন্ট